ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৪০) তার বৈধভাবে ক্রয়কৃত জমির দখল বুঝে না পেয়ে চরম দুরবস্থার মধ্যে দিনযাপন করছেন। প্রভাবশালী একটি পরিবার ক্ষমতার অপব্যবহার করে জমিটি জোরপূর্বক দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।
রফিকুল ইসলামের দাবি, তিনি আকুয়া সর্দারবাড়ী বাই লেন এলাকার স্থায়ী বাসিন্দা। এক বছর আগে ০১নং বিবাদী নাজমুল হক কাজলের ছোট বোন নুপুরের কাছ থেকে সাফকাওলা দলিল মূলে আকুয়া চৌরঙ্গী মোড় মৌজার খতিয়ান নং আরওআর-৭৪৫(১৬২৪), বিআরএস-১৯০৮, দাগ নং আরওআর-৩৩৯০, বিআরএস-৫৬৬০, শ্রেণি “বাড়ি” এর আওতায় ১.৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু ক্রয়কৃত এই সম্পত্তি এখন পর্যন্ত তার দখলে নেই।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নাজমুল হক কাজল (৫২) ও তার ছেলে মোঃ সাগর মিয়া (২৬) সহ তাদের পরিবারের সদস্যরা জমিটি জোরপূর্বক দখলে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকির মাধ্যমে হয়রানি করে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি বুঝিয়ে না দিয়ে বরং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
গত ৫ মে ২০২৫ ইং তারিখে জমিতে গেলে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র– দা, রড, লাঠি, বাঁশ ও রামদা নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন রফিকুল। তবে উপস্থিত স্থানীয়রা তাকে রক্ষা করেন। ঘটনার সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক আক্রমণের চেষ্টা চালানো হয় বলেও তিনি জানান।
রফিক বলেন, “জমি কেনার পর থেকে শান্তিতে ঘুমাতে পারি না। যখনই জমিতে যাই, তারা হুমকি দিয়ে বলে—খুন করে লাশ গুম করে ফেলবে। এতদিন ধরে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি জুডিশিয়াল লিগ্যাল এইড থেকেও চেষ্টা করেছি, কিন্তু প্রতিকার পাইনি।”
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ পক্ষ থেকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে এবং জমি দখলে রাখার পাঁয়তারা চলছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।
এ অবস্থায় সম্পত্তির উপর বৈধ ভোগদখল নিশ্চিত করতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।