ময়মনসিংহে উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ৫৪ জন ভূমি মালিকদের মাঝে ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার চুয়াল্লিশ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৪ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
চেক বিতরণপূর্বে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনায় ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ক্ষতিগ্রস্ত মালিকরা যেন তাদের যথাযথ ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।”
এসময় তিনি আরও বলেন, যদি কোন ভূমি মালিকরা এখানে খোলামেলা বলতে ভয় পাচ্ছেন, আপনা নির্ভয়ে ডিসি বক্সে অভিযোগ দিতে পারেন অথবা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি আপনাদের বিষয়গুলো সর্বোচ্চ বিবেচনা করবো। তবে আমাদেকে কিছু সমস্যাতেও পড়তে হচ্ছে, এখনো ৪১ টি মামলা চলমান রয়েছে, সেজন্য আমাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। আশা করছি এগুলোও নিরসনে আমরা শতভাগ চেষ্টা করবো।
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন জানান, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রমকে আরো দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। ভূমি মালিকরাও সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য হিসেবে ৫৪ জন মালিকের মাঝে মোট ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার চুয়াল্লিশ টাকার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনসহ ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী ও অধিগ্রহণকৃত ভূমির মালিকরা।