বিদ্যালয়ে একদিকে ক্লাস চলছে, অন্যদিকে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল শিক্ষার্থীদের ক্লাস নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এসময় প্রধান শিক্ষক কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো শিক্ষকদের লাঞ্চিত করেন বলে অভিযোগ। একপর্যায়ে শিক্ষকরা দু’পক্ষে ভাগ হয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল ক্লাস নেওয়া হচ্ছে। এতে শিক্ষকরা ক্ষুব্ধ। আজও একই কারণে উত্তেজনা তৈরি হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মন্ডল বলেন, “শিক্ষক সংকট থাকায় কারিগরি শিক্ষক দিয়ে ক্লাস নিতে হচ্ছে। আজকে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সাংবাদিকদের হেনস্তা করার বিষয়টি নিয়ে দুঃখিত, তখন মাথা ঠিক ছিল না।”
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেন বলেন, “এর আগেও আমি বিষয়টি তদন্ত করে মিমাংসা করেছিলাম। আজকের ঘটনার বিষয়টি আবার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন বলেন, “বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে হবে।”