নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে দুই যুবককে সন্দেহজনকভাবে আটক করে। আটককৃত দুই যুবকের নাম রাফি (২৩) এবং আলিফ (২০)। এরপর তাদের দেহ তল্লাসি করে ২০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
তাদের উভয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী বাঁশবাড়ী কলোনীর নাঈম এর কাজ থেকে তা ক্রয় করেছে । যার মুল্য ১৬ হাজার টাকা। এসআই সোহেল রানা ফাঁড়ি ইনচার্জের পরামর্শক্রমে রাত ৯ টার দিকে বাঁশবাড়ি কলোনীতে অভিযান চালায় । মাদক ব্যবাসায়ী গোলাপ ও নাঈম ভাইরা ভাই।
তাদের শেলক আজমী পুলিশ প্রশাসন বরাবর একটি অভিযোগ দায়ের করেছে ৯ আগস্ট। উল্লেখ্য অভিযানের সময় ১২ জন পুলিশ ও আজমীর ঘরে ৮ জন ছিলো নাঈমের স্ত্রী সহ । এ বিষয়ে এসআই সোহেল রানাকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন দুইজন গ্রেফতারকৃতদের সাথে নিয়ে মাদক ব্যবসায়ী নাঈমকে ধরতে যাই। সেই সময় আমার ফোর্সসহ ঘরে আরো ৮ জন লোক ছিলো । নাঈমের স্ত্রী যা বলেছে তা সম্পূর্ন মিথ্যা ।
অপরদিকে অভিযোগকারীর ফোনে একাদিকবার ফোন দিলেও তিনি ফোন বাজলেও রিসিভ করেননি । সরেজমিনে তথ্য জানতে গেলে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী ভয়ে জানান এরা পুরো পরিবার মাদককারবারী । পুলিশ কে ব্যবসায়ীরা দেখতে পারেনা । তবে তারা বাঁশবাড়ী কলোনীতে চিরুনী অভিযান করার পক্ষে কথা বলেন। তারা আরো জানান কলোনীতে দীর্ঘদিন ধরে মাদক নিয়ন্ত্রন করেন আমিনুল, আকরাম, আকাশ, গোলাপ ও নাঈম।
নাঈমের স্ত্রী হলো তাদের সহযোগী হিসাবে কাজ করে । এদিকে রাফি ও আলিফ কে মাদক নিয়ন্ত্রন আইনে যার মামলা নং-২৯ – আদালতে সোর্পদ করেছে কোতোয়ালী মডেল থানা ।