ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রেখে পুরো জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা। জেলা পুলিশ প্রশাসন তার কঠোর অভিযান, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করে।
আদর্শবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সোহেল রানা বিশেষ করে আকুয়া এলাকায় অপরাধীদের জন্য ভয়ংকর এক নাম। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে নিরলস অভিযান চালিয়ে আসছেন। এলাকাবাসীর মতে, তার নাম শুনলেই অনেক অপরাধীর রাতের ঘুম হারাম হয়ে যায়।
গত সপ্তাহে আলোচিত এক অভিযানে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে বিতর্কের মুখে পড়লেও, তিনি দায়িত্ব পালনে অনড় ছিলেন। তার ভাষায়, “যদি আমি কাজ না করতাম, বিতর্কের জন্ম হতো না। আমি মাসোহারা খাইনি—বরং আসামি ধরে জেলে পাঠিয়েছি, এটাই আমার অপরাধ!” মিথ্যা অপবাদ দিয়ে সত্যকে আড়াল করা যায় না—তার এই পুরস্কারই তার প্রমাণ।
গত মাসের উল্লেখযোগ্য সাফল্য :
৮টি মামলা নিষ্পত্তি, নিজে বাদী হয়ে ১২টি মামলা দায়ের, চার্জার ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার ও আদালতে প্রেরণ, ৩৪০ পিচ ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যসহ মোট ৩০ জন আসামি আটক করে আদালতে পাঠান।
তাছাড়াও আরো একটি সিআর (CR) ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার, একটি ইজিবাইক উদ্ধার, নগদ ৫০,০০০ টাকা উদ্ধারেও অসাধারণ ভূমিকা পালন করেন এসআই সোহেল রানা।
অপরাধ দমনে কঠোরতা ও জনসেবায় মানবিকতার অনন্য সমন্বয় ঘটিয়ে এসআই সোহেল রানা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকাবাসীর অনেকেই তাকে আজকের ময়মনসিংহের প্রকৃত ‘সুপার হিরো’ বলে আখ্যায়িত করছেন।