ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের প্রত্যাবর্তনটা সুখকর হলো না। দুই মৌসুম পর এই আসরে খেলতে নেমে তিনি ব্যাটে-বলে অবদান রাখতে পারেননি। তার দল অ্যান্টিগাও আজ সিপিএলের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হেরেছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭.১ ওভারে ১২১ রানে অল-আউট হয় অ্যান্টিগা। ছয় নম্বরে নেমে সাকিব ১৬ বলে করেন ১১ রান। তাছাড়া কোনো বাউন্ডারিও মারতে পারেননি। রান তাড়ায় নেমে জেসন হোল্ডার, রাইলি রুশো ও এভিন লুইসদের দাপটে সেন্ট কিটস ৫ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা বল হাতে ১ ওভারে ৬ রান দিলেও উইকেটের দেখা পাননি সাকিব।
অ্যান্টিগার হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬১ রান করেন কারিমা গোরে। আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। সেন্ট কিটসের আফগান রিস্ট স্পিনার ওয়াকার সালামখেলি ২২ রানে নেন ৪ উইকেট। রান তাড়ায় সেন্ট কিটসকে উড়ন্ত সূচনা এনে দেন ১৩ বলে ২৫ করা এভিন লুইস। অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার অবশ্য ২৬ বলে করেন ১৯ রান। মিডল অর্ডারে আলিক আথানেজের ২৮ বলে অপরাজিত ৩৭ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস।