উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানির এই বৃদ্ধির কারণে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতোমধ্যেই অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানিবন্দী পরিবারগুলো দুর্ভোগে পড়েছে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।