অস্ট্রেলিয়ার ভোক্তা নিয়ন্ত্রক সংস্থার তদন্তে প্রতিযোগিতা ব্যাহত করার অভিযোগ প্রমাণ হওয়ার পর গুগল ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে রাজি হয়েছে। খবর আল-জাজিরার।
অভিযোগ ছিল, গুগল দেশটির শীর্ষ দুই টেলিকম কোম্পানি টেলস্ট্রা ও অপটাসকে অর্থ দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে তাদের সার্চ অ্যাপ প্রি-ইনস্টল করেছিল, যাতে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলো বাদ পড়ে যায়। এই ব্যবস্থা ২০১৯ সালের শেষ থেকে ২০২১ সালের শুরু পর্যন্ত কার্যকর ছিল।
এসিসিসি জানায়, গুগলের এ ধরনের পদক্ষেপ প্রতিযোগিতার উপর বড় প্রভাব ফেলেছিল। তবে এখন তারা এমন চুক্তি বন্ধ করেছে এবং জরিমানা দিতে সম্মত হয়েছে। এসিসিসি চেয়ারম্যান জিনা-ক্যাস গটলিব বলেন, এ সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ভোক্তাদের আরও বিকল্প এনে দেবে এবং প্রতিযোগীদের সুযোগ তৈরি করবে।
বিশ্লেষকরা মনে করছেন, গুগলের এই জরিমানা শুধু কোম্পানিটির জন্যই নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্যও বড় সতর্কবার্তা। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গুগল প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে মামলার মুখোমুখি হয়েছে।
#এম_এস