নওগার মান্দার নুরুল্যাবাদ ইউপির পার নুরুল্যাবাদ ত্রীমহনী থেকে মিঠাপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন । নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পার নুরুল্যাবাদ অঞ্চলের ত্রীমহনী থেকে বান্দায় খাড়া পর্যন্ত রাস্তা দীর্ঘদিন যাবৎ চরমভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল।
অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, যা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষের জন্য ছিল চরম দুর্ভোগের। সেই দুর্ভোগ লাঘবেই হাত বাড়িয়েছেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সভাপতি প্রবাসী আব্দুল মতিন মৃধা । ইকরা সুন্নাহ ফাউন্ডেশন উপদেষ্টা মোশারফ হোসেন বলেন রাস্তাটির বেহাল দশা নিয়ে সময় টিভিতে একটি প্রতিবেদন হয় যা আমি দেখি তারপর আমার বড় ভাই ও ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সভাপতি আব্দুল মতিন মৃধার সাথে কথা বলি এবং তিনি তা শুনে আমাদের রাস্তা টি সংষ্কারের নির্দেশ দেন তার পরামর্শে ও স্হানীয় বাসিন্দাদের সহযোগিতায় আমরা রাস্তাটি মেরা মতের কাজ করছি।।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন,“অনেক দিন ধরে কষ্ট করতেছি এই রাস্তায়। আজকে যে কাজ শুরু হইছে, আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন। এভাবেই যদি সবাই এগিয়ে আসত, আমাদের কষ্ট অনেক কমে যেত।”একজন অভিভাবকবলেন“ছেলেমেয়েদের স্কুলে পাঠানো ছিল বড় চিন্তার বিষয়। এখন অন্তত শান্তি লাগতেছে।” এক রোগীর স্বজন বলেন,
“ভ্যানে করে হাসপাতালে নিতে গিয়ে রাস্তায় পড়ে যাইত। আজ ইট বিছানোর কাজ দেখে খুব ভালো লাগছে।”
এব্যাপারে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সভাপতি মতিন মৃধা সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইকরা সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সভাপতি আমি হলেও বাংলাদেশে অনেক সদস্য আছে যারা সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আমার সংগঠন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে এতে আমি অনেক খুশি দোয়া করবেন যেন আমার এ সংগঠন সমাজে অবদান রাখতে পারে।