অদ্য ৩০ আগস্ট’২৫ রোজ শনিবার সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে জুলাই স্মৃতি’২৫ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৬ টি টিম থেকে নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করে চরপাড়া বয়েজ ক্লাব ও দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। দাপুনিয়া ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে জয়ী হয়েছে।
মহানগর যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী এর সভাপতিত্বে সেক্রেটারি প্রভাষক এস এম জুবায়ের হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন যুবকদের অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনা গড়ে তোলে। যুবকরা হলো জাতির ভবিষ্যৎ তাদের সুস্থ দেহ ও সুন্দর চরিত্র গঠনের অন্যতম মাধ্যম হলো ক্রীড়া ও শরীরচর্চা।
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবকদের সততা, নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শ দিয়ে আলোকিত হতে হবে। খেলাধুলা সেই পথের একটি সুন্দর মাধ্যম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ময়মনসিংহ জেলা জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, কর্মপরিষদ সদস্য খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, জুলাই আগস্ট অভ্যুথানে শহীদ সাগর ও শহীদ মাহীন এর পিতাদ্বয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ক্রীড়াসংগঠকবৃন্দ।
চ্যাম্পিয়ন ও রানার আপ, তৃতীয় স্থান অধিকারী সহ এই তিনটি দলকে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল দেওয়া হয়।