গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপরে হামলার ঘটনায় ফুঁসে উঠেছে গণঅধিকার পরিষদ সহ আন্দোলনের মিত্ররা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর সহ সারা দেশে হচ্ছে একযোগে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ তারই অংশ হিসেবে গতকাল (৩০ আগষ্ট) গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের এক মশাল মিছিল অনুষ্ঠিত হয় কলাবাগান ঘোষের চরের জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোপালগঞ্জ পুলিশ লাইন এসে শেষ হয়।
এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা গণঅ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার বাংলাদেশ যুব অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা ওরফে মোল্লা ভাই।
এ সময় বক্তারা বলেন ভিপি নুরকে রক্তাক্ত করে আইসিইউতে রেখে যারা শান্তিতে নিশ্বাস নিতে চায় তাদের সেই নিশ্বাস আমরা বিষাক্ত করে দিব ভিপি নূর কি হাসপাতালে রেখে যারা শান্তিতে ঘুমাতে চায় তাদের সেই ঘুম আমরা হারাম করে দিব আগামী ২৪ ঘন্টার ভিতরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের দেওয়া তিন দফা যদি মেনে নেওয়া না হয় তাহলে পদ্মা সেতু অবরোধ করে দক্ষিণ বঙ্গ রাজধানী ঢাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন