কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার আজ বৃহস্পতিবার রাতেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।
সফরকালে সিইসি টরেন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি দুই শহরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় তিনি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।