ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামেরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল ৮টা থেকে হাজারো মানুষ ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে, বাঁশের ব্যারিকেড তৈরি করে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের ফলে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে। ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানান, নির্বাচন কমিশন সম্প্রতি প্রকাশিত গেজেটে আলগী ও হামেরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করেছে, যা তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে, না হলে আন্দোলন আরও কঠোর হবে।
ভাঙ্গা উপজেলার হামেরদী ইউপি চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, “আমরা কোনোভাবেই ফরিদপুর-২ এ যাব না। আমাদের ফরিদপুর-৪ এ ফিরে নিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে গেজেট বাতিল না হলে আন্দোলন আরও তীব্র হবে।”
ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান, ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন ও হাইওয়ে পুলিশের কর্মকর্তা রোকিবুজ্জামান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে জানান। তবে আন্দোলনকারীরা অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।