নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এম মতীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা ভূমি কর্মকর্তা নাবিল নোওরোজ বৈশাখ, নিয়ামতপুর অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ তানভীর, মান্দা থানার তদন্ত অফিসার মো. আব্দুল গণি, পূজা কমিটির আহ্বায়ক কুমার বিশ্বজিৎ, জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান প্রমুখ।
এ বছর মান্দা উপজেলায় মোট ১১৩টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সভায় জানানো হয়, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।