বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী ইউনিট সমিতি, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি নতুন ভবনের উদ্বোধন করেন এবং সমিতির সার্বিক উন্নয়ন ও কর্মচারীদের কল্যাণে ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারি দপ্তরের কর্মপ্রবাহে ৪র্থ শ্রেণির কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের উন্নয়নে এমন একটি স্থায়ী অবকাঠামো গড়ে তোলা একটি প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সমিতির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ভবিষ্যতে সমিতির উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।