টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি আলাউদ্দিন মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সম্পাদক সুব্রত দে সরকার, শিক্ষক প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম খান, অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করা হবে। নবগঠিত এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অভিভাবক ও এলাকাবাসী নবগঠিত এডহক কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।