ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে আজ সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজেন্দ্র কলেজ শাখার আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করে গণিত বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২-০ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান।
পুরো খেলাটি ছিল এক উৎসবমুখর পরিবেশে আবর্তিত, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজেন্দ্র কলেজ শিবির শাখার সভাপতি মোঃ ফাহিম বিশ্বাস।