মান্দার নুরুল্যবাদ ইউনিয়নে বসত বাড়ীতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে অভিযোগ ওঠেছে ।
গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির পার নুরুল্যাবাদ গ্রামের আনিছার রহমান মংলা এর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী আনিছার রহমান মংলা জানান, রাতে ঘুমানোর সময় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে আমার রান্না ঘর ছাগলের ঘর পুড়ে যায় কিভাবে আগুন লেগেছে বলতে পারেন নি তিনি। তার জামাই জানান হঠাৎ করে দেখে আমার শ্বরের বাড়িতে আগুন জ্বলছে
এ ব্যাপারে স্হানীয়রা জানান হঠাৎ করে আমরা আনিছার রহমান মংলার বাড়ীতে আগুন দেখতে পাই পরে স্হানীদের নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রন করি তবে তার রান্না ঘর সহ ছাগলের ঘর পুড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, প্রতিবেশিদের সাথে তাদের অনেক দিন ধরেই পারিবারিক বিরোধ চলে আসছিলো এর কারনেই এটা হতে পারে।
এ ব্যাপারে মান্দা থানার ওসি আবু রায়হান জানান, এব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি যদি পাই তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।