গোপালগঞ্জে কারফিউ শিথিল হওয়ার পর রবিবার (২০ জুলাই) ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এটি রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে জেলায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল বা জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি ছিল, যা রবিবার ভোর ৬টায় শিথিল করা হয়। এরপর থেকেই ১৪৪ ধারা কার্যকর করা হয়। জেলা প্রশাসন জানায়, জননিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, আতঙ্ক কিছুটা কমলেও মানুষ সতর্কভাবে স্বাভাবিক জীবনে ফিরছে। দোকানপাট খুলতে শুরু করেছে। তবে গ্রেফতারের আতঙ্ক এখনও কাটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা নথিভুক্ত হয়েছে।
জেলার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর যান ও পুলিশের টহল চলছে। রাতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত ছিল। তবে কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।