শিল্পীদের শৈল্পিক সৃষ্টিশীলতায় জ্বলে উঠেছে চট্টগ্রামের আর্ট গ্যালারি। নারীর মহিমা থেকে কর্ণফুলী নদী—চট্টগ্রামে এই প্রদর্শনীতে ফুটে উঠেছে শিল্পের ভিন্ন ছন্দ।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনের ২য় তলায় শুরু হয়েছে ২২তম বার্ষিক চিত্র প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৫।
তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হয় ১৩ নবেম্বর থেকে যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। উৎসবের আয়োজন করেছে অংকন একাডেমি, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জিত রায়।
প্রদর্শনীতে স্কুল–কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের শিল্পীরা অংশ নেন।
প্রদর্শনীতে যেসব বিষয়বস্তু স্থান পেয়েছে—
ভাস্কর্যভিত্তিক চিত্র,নারীর মহিমা,কর্ণফুলী নদীতে নৌকা,বিভিন্ন পাখির দৃশ্য,নদী ও প্রকৃতিনির্ভর চিত্র,গ্রামীণ ও লোকজ পরিবেশ,নদীর প্রাকৃতিক রূপ,বিভিন্ন মনিষীদের প্রতিকৃতি,পরীর ছবি ও ফ্যান্টাসি আর্ট। এছাড়াও ছিল চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা চিত্রকর্ম।এছাড়াও সাংস্কৃতিক বিভিন্ন ঐতিহ্য চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে।
শিল্পীরা নিপুণ হাতে শৈল্পিক প্রকাশ করে দর্শকদের দৃষ্টি কাড়েন—অন্বেষা দাশ জয়তু, তাহমিনা সিদ্দীকা, আকাশ বৈদ্য, সুজয় দত্তসহ অনেকে। তাদের রঙ, রেখা ও ভাবনার সমন্বয়ে তৈরি শিল্পকর্মগুলো দর্শকদের গভীরভাবে মুগ্ধ করেছে।
দর্শনার্থীদের ভিড় প্রথম দিন থেকেই ছিল বেশ উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, তরুণদের শিল্পচর্চায় অনুপ্রাণিত করা এবং চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এই প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য।
প্রদর্শনী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।