“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদের হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার বনগ্রাম বাজার মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে, প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করা হয় এই প্রদর্শনী ও আলোচনা সভা।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।
এলএসপি প্রবির ও সুকান্ত মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম ও সাংবাদিক টুটুল মল্লিক।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বনগ্রাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবুল হাছনাত প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রদর্শনীতে স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় জাতের গবাদিপশু, পোল্ট্রি, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরা হয়। স্থানীয় খামারিদের অংশগ্রহণে জমজমাট এ আয়োজন খামারিদের উৎসাহিত করেছে বলে জানান