নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতীকী শার্ট ডাউন পালন করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের অফিস কক্ষের সামনে অনুষ্ঠিত প্রতীকী শার্ট ডাউন পালন কালে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মাসুদা পারভীন, ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি আবদুল আহাদ খান, সদস্য হায়দার আলী, সদস্য আজিজুল হক, নাসিং ইনস্ট্রাক্টর ফরহাদ হোসেন সহ প্রমুখ।
প্রতীকী শার্ট ডাউনে বক্তব্যে তারা বলেন, একটি কুচক্রী মহল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টা চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা সবসময় রোগীর সেবায় নিয়জিত থাকি, মানবসেবায় নিয়োজিত থাকি,তাই সরকারের প্রতি দাবি আমাদের ৮ দফা দাবী মেনে নিয়ে আমাদেরকে রোগীদের সেবায় নিয়জিত রাখুন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে বিএনএ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, আগামী ২ ডিসেম্বর মধ্যে দাবি না মানা হলে আগামী ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শার্ট ডাউন পালন করবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখা।