নওগাঁর মান্দায় জোতবাজার এলাকায় জনতার হাতে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ ২জন মাদক বিক্রেতা আটক।
আজ ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৯ টার দিকে জোতবাজার এলাকায় শ্রী নিশান কুমার পিতা- মৃত অশোক চৌধুরী জোতবাজার মান্দা,নওগাঁ ও শরীফ হোসেন পিতা- আম্মাদ বিজয়পুর বৈরাগী পাড়া মান্দা,নওগাঁ। এই দুইজন মাদক বিক্রয় করতে গেলে জোতবাজার জনতা তাদেরকে আটক করে পরে থানায় জানানো হয়। থানা জানানো হলে এসআই কাজী নজরুল ইসলামের একটি টিম জোতবাজার থেকে দুইজন মাদক বিক্রেতাকে আটক করে থানায় সোপর্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও সি) আবু রায়হান জানান ২ দুইজন মাদক বিক্রেতাকে থানায় আনা হয়েছে তাদের দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।