ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃএরসহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।
ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্তি পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মামুন , আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন। এসময় অসংখ্য ভক্ত সমর্থকের পাশাপাশি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।