রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের কার্যালয়ে নিচে অবস্থান করতে দেখা যায়। এ ঘটনায় উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার বলেন, ‘আমি মাত্র কার্যালয়ে পৌঁছেছি। আগুন লাগার বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’