তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শেষ হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। ফাইনালে জামালপুর জেলার বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিভাগীয় সেরা ময়মনসিংহ মহাবিদ্যালয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও নগদ ৬০ হাজার টাকার পুরষ্কার হাতে তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ।
চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ ২টি, স্বাধীন ১টি ও ফয়সাল ১টি করে গোল করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহাবিদ্যালয়ের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ, সর্বোচ্চ গোলদাতা স্বাধীন, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জামালপুরের কাইসার।
টানটান উত্তেজনায় ভরা ৬০ মিনিটের খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে দর্শক ছিলো পরিপূর্ণ।
খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,
জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য
আনোয়ার হোসেন মঞ্জু, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর মুকুল, সহকারী অধ্যাপক সুমন্ত কুমার সাহা রায়, প্রভাষক মোঃ নাসির উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক পলাশ মন্ডল, ক্রীড়া শিক্ষক শাহ মোঃ আব্দুল হান্নান, দাপুনিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান,
বকশীগঞ্জ সরকারি কেয়ামত উল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শেখ মেহেদী হাসান, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল ওয়াদুদ, কোচ শিশিরুল ইসলাম শিশিরসহ বিভাগীয় প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা। এছাড়া দুই কলেজের শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়াপ্রেমী দর্শক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিভাগের ৪ টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল অংশ নেয়। পরবর্তী এই দুটি দল ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।