তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তামান্না আফরিন ও খুশবো আক্তার খুশীর টিম। রানার্স আপ হয়েছে সোনালী ও তার টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এ কাবাডি টুনাময়্যান্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর উপ-পরিচালক আনোয়ার হোসেন,জেলা ক্রীড়া অফিসার আল আমিন।সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

অনুষ্ঠানের প্রধান অতিথি,বিশেষ অতিথি বিজয়ী ও বিজিত টিমের হাতে ট্রফি তুলে দেন এবং পুরষ্কার বিতরণ করেন।এর আগে অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল, খেলোয়াড়সহ মাঠে উপস্থিত সকলকেই মাদক বিরোধী শপথ বাক্য করেন।