গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ (বুধবার) সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত ম্যচে পুলিশ অফিস-রেঞ্জ অফিসকে ২-০ সেটে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ। প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান ব্যাডমিন্টন খেলার বিজয়ী দল পুলিশ অফিস এবং রানার্স আপ দল রেঞ্জ অফিসের মধ্যে ট্রফি এবং অন্যান্য খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।