দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর করার কথা জানানো হয়। নিয়োগ সংক্রান্ত তথ্য রাতে দ্য ডেইলি ক্যাম্পাস-কে নিশ্চিত করেন ড. হেলালী নিজেও।
নিয়োগের শর্তসমূহ
প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তসমূহ হলো:
১. ভাইস-চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত হবে।
২. তিনি বুয়েট থেকে অবসর গ্রহণের অব্যবহিতপূর্বে যে বেতন-ভাতা পেতেন, কুয়েটেও তিনি সেই পরিমাণ বেতন-ভাতা পাবেন।
৩. বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
৪. বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
৫. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকসহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ ও আন্দোলনের মুখে তৎকালীন ভিসি ও প্রো-ভিসিকে অপসারণ করে সরকার। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক হজরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক মহলের বিরোধিতার মুখে তিনি ২২ মে পদত্যাগ করেন।
পরবর্তীতে, ১০ জুন কুয়েটে নতুন ভিসি নিয়োগের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দেড় মাস পর, ২৪ জুলাই ড. মো. মাকসুদ হেলালীকে আনুষ্ঠানিকভাবে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক হেলালী দীর্ঘদিন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেছেন। তাঁর একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কুয়েটের চলমান সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।