মানুষ কত নির্মম, নির্দয়, নিষ্ঠুর ও হৃদয়হীন হতে পারে! তার সাক্ষী আরও একবার দেখা গেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে।
রাতের আঁধারে ২০০ গাছ কেটে ফেলার মতো অমানুষিক কাজ করেছে দূর্বৃত্তরা! ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড, সাহাগন্জ টু লাটিয়া মারি বাজার রাস্তার ডান পাশে আমীর হামজার বাড়িতে।
গত রবিবার দিবাগত রাত ২০০টি সুপারি গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা। এই ঘটনা এখন ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি মানুষের মুখে মুখে। শুধু তাই নয় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা রীতিমতো ভাইরাল।
এমনভাবে গাছ কেটে ফেলার এই ঘটনা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।