ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে আলামিন মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।
আদালত সূত্র জানায়, পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন এবং তিনি নিজেও মাদক সেবন করতেন। রবিবার তিনি মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অস্বাভাবিক আচরণ ও উশৃঙ্খলতা করেন। এমনকি তিনি দা হাতে নিয়ে এলাকাবাসীকে হুমকি দিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আলামিনকে মাদক সেবনের অবস্থায় আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “আলামিন মোল্লা মাদক সেবন করে এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করছিল। তাকে তাৎক্ষণিকভাবে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”