লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা রসূলগঞ্জ বাজার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তা’আলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা হোসেন। আজ মঙ্গলবার মাদ্রাসাটি পরিদর্শনে আসেন তিনি। এ সময় অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আহমদ আবু আব্দুল্লাহ, যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ নাসিম, নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার আবু তাহের, আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল মিজান, সহ অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ মিরাজ হোসেন।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং চেয়ারম্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাত্রীদের সাথে কৌশল বিনিময় করেন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নানান দিক-নির্দেশনা দেন। তিনি বলেন শিক্ষার্থীদের পাঠদানের আগের দিন যেন শিক্ষকরা সে বিষয়ে ভালো করে অভিজ্ঞতা অর্জন করে ক্লাসে আসেন।
২০১৯ সালে এই প্রতিষ্ঠানের পদযাত্রা শুরু হয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং ছাত্র-ছাত্রীদের সঠিক লেখাপড়ার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান আরো বহুদূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা হোসেন।