‘একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপস নেই’–এমন বার্তা দিয়ে বাংলাদেশের গৌরবের এই ইতিহাস নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা যাহের আলভী।
মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে এই অভিনেতা বলেছেন, একাত্তর অস্বীকারকারী বা এর স্মৃতি মুছে ফেলতে চাওয়া কাউকে তিনি বন্ধু তালিকায় রাখতে চান না, সে পরিবার হোক বা তার ভক্ত।
কাউকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন কিনা- এমন প্রশ্নে আলভী বলেন, “আমি আমার মনোভাব প্রকাশ করতে স্ট্যাটাস দিয়েছি৷ আমি মুক্তিযুদ্ধকে লালন করি ভেতর থেকে। মুক্তিযুদ্ধতো কেউ অস্বীকার করতে পারবে না। করলে এই দেশকে অস্বীকার করা হল। আমি সামগ্রিকভাবে সবাইকে উদ্দেশ্য করেই স্ট্যাটাসটা দিয়েছি। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপস নেই, সেই অবস্থান স্পষ্ট করেছি।”
সাত ঘণ্টায় তার এ পোস্ট ১ হাজার ৮০০ বার শেয়ার হয়েছে এবং ছয় হাজারের বেশি কমেন্টস পড়েছে।
স্ট্যাটাসে আলভী লিখেছেন, “যারা একাত্তর অস্বীকার করে অথবা একাত্তরের স্মৃতি মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান। হোক সে পরিবার, আত্মীয়-স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা জেনজি সম্প্রদায়–এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না যারা একাত্তরকে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।”
২০১৩ সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন যাহের আলভী। এরপর থেকে নিয়মিত ছোট পর্দায় কাজ করে আসছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে চিনাবাদাম, ঊনত্রিশ রোজা, কলেজ লাভ, তিন গুটি, উদার ভালোবাসা, পণ্ডিত জামাই, লটারি, তিন সতীনের ঘর, চোরে চোরে টক্কর, সুপার হিরো, কপাল, আমার মত এত সুখী, টাকার গরম, গাইয়্যা, মাইরের উপর ভিটামিন নাইসহ অনেক নাটক।