ফরিদপুর জেলার মধুখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে তিনি তদন্তের কাজে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে মধুখালী থানাধীন জাহাপুর ইউনিয়ন বিট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝকান্দি এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ, বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা সোমবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজনসহ সহকর্মীরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল এসআই আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।