ছবি: সংগৃহীত।
শুধু রাজনীতি নয়, ইলিশ রপ্তানির বিশাল ব্যবসারও নিয়ন্ত্রণ ধরে রেখেছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে গিয়েও থেমে নেই তার প্রভাব। ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকার অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্সই রয়েছে তার নিয়ন্ত্রণে।
ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছে প্রায় দুই হাজার কেজি ইলিশ, যার একটি বড় অংশ গেছে টুটুলের মেয়ের নামে প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিটি লাইসেন্সে ২০ থেকে ৫০ টন ইলিশ রপ্তানির সুযোগ থাকায় চারটি লাইসেন্সে তার কোটা প্রায় ২০০ টন। এর বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ৩০ কোটি টাকা।
বরিশালের পোর্ট রোডের মোকামের অঘোষিত সম্রাট ছিলেন টুটুল। একসময় মাছের ব্যবসাকে ঘিরে পুরো এলাকায় ছিল তার আধিপত্য। এক পা হারালেও আতঙ্কের নাম হয়েছিলেন ‘টুটুল মামা’।
ক্রাচ থেকে কৃত্রিম পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গড়ে তুলেছিলেন শত কোটি টাকার সাম্রাজ্য। শুধু বরিশালেই নয়, কলকাতাতেও তার বাড়ি ও বিপুল সম্পত্তি রয়েছে।
৫ আগস্ট পতনের পর ভোমরা স্থলবন্দরে ধরা পড়লেও রহস্যজনকভাবে ছাড়া পেয়ে কলকাতায় চলে যান তিনি। বর্তমানে সেখানেই বসবাস করছেন এবং সেখান থেকেই মোকামের বাজার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।
তাদের দাবি, কলকাতায় বসেও তিনি বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির বড় অংশ নিজের দখলে রেখেছেন। ফলে রাজনৈতিক ক্ষমতা হারালেও, ইলিশ মোকামে এখনো বহাল তবিয়তে চলছে টুটুলের সাম্রাজ্য।
#এম_এস