খাগড়াছড়িতে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার নেতা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির নেতা মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরীর সঞ্চালিত কর্মশালায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-ঈমাম কাম অডিটর আলহাজ্ব হাফেজ মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা মুহাঃ দেলোয়ার হোসেন।
কর্মশালা শেষে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কাউসার আহমেদ আজিজীকে পরিচয় করিয়ে দেন এবং কমিনিউটি সেন্টার থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।