খাগড়াছড়ি সদরস্থ তালুকদার পাড়া অবস্থিত সুনামধন্য ‘এজে একাডেমী’র এসএসসির পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে একাডেমী’র কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রহিম হৃদয় এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক এলপন চাকমা।
অতিথিরা অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের পড়া লেখার কৌশলগত দিক নিয়ে বক্তব্য রাখেন।
একাডেমীর পরিচালক ও শিক্ষক নাসির আহম্মদ স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে শিক্ষক অভিভাবকদের নিয়মিত কন্ট্রিবিউশন, তাদের সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা এবং একাডেমীতে পাঠনোসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক আনোয়ার হোসেন রাকিব, আব্দুল মমিন, আব্দুল গণি, জসিম উদ্দিন প্রমুখ।
পরে আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ৩৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।