গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পূর্বের নাম ছিল শিবু মালো। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে দ্বীন ইসলাম।
দ্বীন ইসলাম বাটিকামারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত টেন্টু মালো এবং মাতার নাম লক্ষী মালো।
তিনি গত ২৯ আগস্ট ২০২৫ তারিখে গোপালগঞ্জ সদর কোর্টে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি এক মুসলিম তরুণীকে বিবাহ করেন।
দ্বীন ইসলাম বলেন,
“ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি বুঝতে পেরেছি আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আমি প্রাপ্তবয়স্ক, ভালো-মন্দ বুঝতে পারি এবং নিজের ইচ্ছায় পূর্ব ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি।”
বর্তমানে দ্বীন ইসলাম বাটিকামারী বাজারে একটি সেলুন ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। ইসলাম গ্রহণের পর থেকে এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
তিনি জানান, স্বেচ্ছায় ও আন্তরিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নতুন জীবনে তিনি সুখী দাম্পত্য জীবন ও কর্মজীবন গড়ে তুলতে চান।