লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির আওতাধীন ২০ নং চররমনী মোহন ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন। আজ শনিবার বিকেলে মজু চৌধুরীর হাট জিরো পয়েন্ট থেকে পেট্রোল পাম্প ঘুরে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয় মিছিলটি।
এরপর সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি মহি উদদীন জনি, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সর্দার।
এছাড়াও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে আনন্দ মিছিল সফল করেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানানো হয়।