ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনে আজিজ-শাকুর প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় শহরের স্বপ্নছোঁয়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ড্যাব ফরিদপুর। সভাপতিত্ব করেন ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজ-শাকুর পরিষদের মহাসচিব প্রার্থী ডা. আব্দুস শাকুর খান বলেন, “আমরা একই পরিবার হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই। জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী ডাক্তারদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। আজিজ-শাকুর প্যানেলকে বিজয়ী করলে আমরা চিকিৎসক সমাজের কল্যাণে কাজ করার সুযোগ পাবো।”
সভায় আরও বক্তব্য রাখেন আজিজ-শাকুর পরিষদের কোষাধ্যক্ষ প্রার্থী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. তৌহিদুর রহমান জনসহ কেন্দ্রীয় ও স্থানীয় ড্যাব নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী ডা. আজিজ, সহ-সভাপতি প্রার্থী সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, যুগ্ম মহাসচিব প্রার্থী ডা. আবু মোহাম্মদ আহসান ফিরোজ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ডা. শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সিনিয়র সহ-সভাপতি ডা. ইয়ামিনসহ বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতা-কর্মীরা।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ আগস্ট রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩১৯০ জন। ২৫ জুলাই খসড়া ভোটার তালিকা, ২৭ জুলাই চূড়ান্ত তালিকা, ২৯ জুলাই মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা এবং ৩১ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।