বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়নের দেবখন্ড মধ্যপাড়া গ্রামে ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনকে বেঁধে রেখে বাড়ি থেকে নগদ প্রায় ৬লক্ষ টাকা ও ১০ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে। গত ১লা অক্টোবর দিবাগত রাতে এ ডাকাতি সংঘটিত হয় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ২টার দিকে তার স্ত্রী সান্নু মল্লিকা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বেয় হয়। এ সময় বাড়ির ভিতরে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিসহ ১০থেকে ১২জন ডাকাত তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে জাহিদুলের হাত পা বেঁধে গলায় চাকু ঠেকে পরিবারের লোকজনকে এক ঘরে একত্রিত করে। ডাকাতরা তাঁর বাড়ির লোকজনকে বেঁধে রেখে ৫টি ঘরের আসবাবপত্র তছনছ করে প্রায় নগদ ৬লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম দেবখন্ড মধ্যপাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি তাদেরকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোন অাসামি গ্রেপ্তার হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।