বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৬নং তালোড়া ইউনিয়নে ভিডাব্লিউবি খাদ্য কর্মসূচীর আওতায় অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে রবিবার (৩১শে আগস্ট) সকালে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহরুল ইসলাম, ট্যাক অফিসার সহকারি শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ছামছুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাজরিনা আক্তার, জেসমিন আক্তার লতা, হিসাব সহকারি কাম কম্পিউটার রমেশ চন্দ্র শীল, উদ্যোক্তা সুমন আলীসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য এদিন ১৭৯ টি নতুন কার্ড ধারী দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে জনপ্রতি এক বস্তা ৩০ কেজি করে মোট ৫,৩৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।