বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রহমান সোনারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার চালিয়ে জমিতে হাল চাষ করছিলেন তিনি। হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে ট্রাক্টর রেখে একটি ঘরের বারান্দায় গিয়ে আশ্রয় নেন।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন নিহত হন।
সাথে দুইজন আদিবাসী আরও একজন পুরুষ ও একজন নারী আহত হন।
#এমএস_বিআর