জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের উপর নিউইয়র্কে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আলিপুরের ৩৬ জুলাই মঞ্চের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ হোসেন, যুগ্ম সমন্বয়ক সাইফ খান, ডা. বায়েজিদ হোসেন শাহেদ, জিল্লুর রহমান, জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, এস.এম. আকাশ, শেখ বাচ্চু, ইঞ্জিনিয়ার মো. রাকিবুল হাসান মিঠু (মধুখালী), মো. আশরাফ (ভাঙ্গা), মো. নাজমুল হুদা (নগরকান্দা) সহ আরও অনেকে।
বক্তারা এ হামলার জন্য আওয়ামী লীগকে পরোক্ষভাবে দায়ী করেন এবং বলেন, ক্ষমতা হারিয়ে দলটি দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।