ফরিদপুরে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে গঙ্গাজল অর্পণ উৎসব। আজ সোমবার (সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত) ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গঙ্গা জল অর্পণ কমিটি, ফরিদপুরের উদ্যোগে এ উৎসব ঘিরে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, কৈলাশ ধাম শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির এবং রথখোলার নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয়।
উৎসবের শুরুতে ভক্তবৃন্দ ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে, কুমার নদীতে স্নান সম্পন্ন করেন। এ সময় ধর্মীয় মন্ত্রোচ্চারণ ও পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
গঙ্গাজল অর্পণ উপলক্ষে এসব মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে বলে জানা গেছে। উৎসবকে ঘিরে শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।