ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান বাজারে ভেজাল মাংস বিক্রির অপরাধে সোহাগ (২৮) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জানা যায়, অভিযুক্ত সোহাগ অনুমোদনহীনভাবে গরু জবাই করে তাতে রঙ মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযানকালে প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুতে ধ্বংস করা হয়। এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।