ফরিদপুরে ‘মাদার অফ জুলাই’ দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।
আলোচনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, শহীদ জান শরিক মিঠুর মা হানুফা আলম, শহীদ সিরাজুল বেপারীর মা ও স্ত্রী, শহীদ শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম, আহত যোদ্ধা সজীব ইসলামের মাতা, জুলাই যোদ্ধা জাকিয়া ফারজানা, কাজী জেবা তাহসিন, আরএম হৃদয়, সোহেল রানা, কাজী রিয়াজ, সাব্বির হোসেন খান, রাফিউল ইসলাম সিয়াম ও জান্নাতি খানম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন হয়নি। তারা অভিযোগ করেন, বিচার না পাওয়ার পাশাপাশি বরং নানা হয়রানির শিকার হতে হচ্ছে পরিবারগুলোকে। বক্তারা প্রশ্ন তোলেন, “আমরা কেন অবহেলিত থাকবো?” তারা তাদের পরিবারের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
বক্তারা আরও বলেন, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল, অনেকে এখনও গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন। তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।