জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
যারা নির্বাচিতর হয়েছেন :
🔹সভাপতি: সুলতান মাহমুদ শুভ – ১০৭ ভোট🔹 সিনিয়র সহ-সভাপতি: মোঃ সাজ্জাদুর রহমান – ৬৪ ভোট
🔹সাধারণ সম্পাদক: মোঃ জুনায়েদ হাসান – ১০২ ভোট 🔹সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ লিমন ইসলাম – ৬৯ ভোট
নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, “এই বিজয় আমার একার নয়, পুরো বগুড়ার ছাত্রসমাজের। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব এবং সবার মতামতের ভিত্তিতে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব।”
সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হাসান জানান, “দায়িত্ব অনেক বড়। আমি চাই প্রত্যেক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে, তাদের সমস্যা ও সম্ভাবনার জায়গায় কাজ করতে। সবাইকে নিয়ে আমরা একটি স্বচ্ছ, শক্তিশালী এবং সক্রিয় পরিষদ গড়ে তুলব।”
নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের যে ধারা তৈরি হয়েছে, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।