অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষীপুর রায়পুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের জামায়াতে ইসলামের আমির। মাওলানা ওমর ফারুক। সেক্রেটারি আলী আহমদ, সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসূলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম রিটু। ফ্রি মেডিকেল ক্যাম্পে, ৪ জন অভিজ্ঞ ডাক্তার রোগী দেখেন। যে সকল ডাক্তারগন রোগী দেখেন। ডাক্তার. আব্দুল বাতেন রোহান।নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, আইচি মেডিকেল কলেজ, ও হাসপাতাল, কনসালটেন্ট ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, কাকরাইল।ডাক্তার. নেওয়াজ শরীফ আহমেদ ভূঁইয়া। সরকারি অধ্যাপক,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার. মোহাম্মদ. মাহমুদুর রহমান শুভ। সিনিয়র মেডিকেল অফিসার আলিফ মিম হাসপাতাল।এছাড়াও চট্টগ্রাম পাহাড়তলী থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারও উপস্থিত ছিলেন। ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপ ফ্রি করানো হয়েছে। অনুষ্ঠানে সার্বিক অনুষ্ঠানের সহযোগিতা করেছেন। আলিফ মিম হাসপাতাল, দালাল বাজার, লক্ষ্মীপুর। ডাইবেটিক সমিতি, লক্ষ্মীপুর, রামগতি রোড লক্ষ্মীপুর।সেন্ট্রাল চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার।অনুষ্ঠানে রুহুল আমিন ভূইয়া বলেন আমরা যদি এমপি হয়ে সংসদে যেতে পারি এই ধরনের সামাজিক ভালো কাজ গুলি অব্যাহত থাকবে। এবং লক্ষ্মীপুর রায়পুরের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা হবে। লক্ষ্মীপুরের কোন রোগী যেন বিনা চিকিৎসায় অবহেলায় কষ্ট পেতে না হয়। আমরা সেই ব্যবস্থাই করব। সবশেষে তিনি সবার কাছ থেকে দোয়া চেয়ে। অনুষ্ঠান ত্যাগ করেন।