নওগাঁর মান্দায় আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মান্দা উপজেলা শাখার সভাপতি এম এ মতিন,সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার,সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা ছাত্র দলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।
বক্তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপি নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।